Thursday, August 27, 2020

|| এ ক লা পা গ ল ||



'পাগল' শব্দের অর্থ যে জগতের তথাকথিত প্রথাগত হিসেব-নিকেশ গুলিয়ে ফেলেছে অথবা সেই নিয়মবিধির উর্দ্ধে যে জেহাদ ঘোষণা করেছে মুক্তকন্ঠে ....রবীন্দ্রনাথের 'পাগল' সীমার মাঝেও এক অসীমের স্পর্শ অনুভব করেছে;তাঁর রচনায়,গানে, 'পাগল' বারবার উঁকি মেরে যায়: বিশেষণ হয়ে 'খ্যাপা পবন','পাগলা হাওয়া','পাগল নদী'-তে আমরা তাকে পাই এক প্রাকৃতিক উন্মত্ততায়, যেন সৃষ্টি,স্থিতি,প্রলয়-র সাথে সে সমার্থক হয়ে দেখা দিচ্ছে। অপরদিকে মনস্তাত্ত্বিক আঙ্গিকে রক্তকরবী'র বিশু পাগল moral corrective হিসেবে আসে,তার একটা bohemianism আছে,আবার কতকটা Hamlet-এর মত 'There's a method in madness'...অন্ধকার যক্ষপুরীতে একমাত্র বিশুপাগল আর নন্দিনীর কথোপকথনের মধ্যেই আমরা দেখতে পাই একটুকরো 'খোলা আকাশ'....'নয়ন তোমারে পায়না দেখিতে'-তে যেমন বাসনার বশবর্তী হয়ে মন পাগলের মত ভবঘুরে, 'যে তোরে পাগল বলে'/'পাগল যে তুই কন্ঠ ভরে'/'আঁধার রাতে একলা পাগল' ইত্যাদি গানে কোথাও একটা অন্য যোগসূত্র খুঁজে পাওয়া যায়: যেন এই আপাত পাগলামি-ই আসলে এক চেতনার উন্মেষ ঘটিয়ে চলছে...এই পাগল আসলে 'আলোর ছেলে',যার সামনে পরমেশ্বর এক অনন্ত আঁধারের বলয় রচনা করে রেখেছেন...এই তমসা থেকে আলোর পথের যাত্রা খুব সহজ নয়;কবি তবু এই অসাধ্য সাধন করতে চেয়েছিলেন,চারপাশের কলুষ থেকে তাঁর এই প্রিয় পাগলকে সন্তর্পণে পথ দেখিয়ে নিয়ে গেছেন এক নূতন আলোকে.প্রত্যয়ের সাথে বলছেন 'সাহস করে' সকলকে তাঁর পাগলামির কথা জানিয়ে দিতে;'সৃষ্টিছাড়া'-র অপবাদকে 'আমি কেহই না' বলে ফুৎকারে উড়িয়ে দিতে....কারণ আজ যে তাঁকে পাগল বলে প্রান্তিক করে রাখছে পরবর্তী সময়ে সেই হাতে মাল্যখানি নিয়ে তাঁর পিছু পিছু ধাওয়া করবে,এটাই irony of fate! রবীন্দ্রনাথের পাগল আসলে সেই ঝড়ের রাতের 'আঁধার ঘরের রাজা' যার জন্য শঙ্খধ্বনি হয়, যার আগমণ একরকম messiah বা পরিত্রাতার পদধ্বনির মত... 'ডাকঘর'-এর বালক অমলের মধ্যেও এই পাগলামি লক্ষ্য করা যায় তবে তার প্রেক্ষাপট ভিন্ন:ওই বদ্ধ ঘর যদি যক্ষপুরীর সমার্থক হয় তার কল্পনার পৃথিবীতে সে এক আনন্দোন্মাদবিলাসী;ঝরনার জলে পা ডুবিয়ে ডুবিয়ে পাঁচমুড়া পাহাড়ের পাদদেশে লাল মাটির পথ ধরে যে রমণীদের পিছু নেয়....তার এই পাগলামির মধ্যেও এক নির্ভেজাল সারল্য! 'সোনার তরী' কাব্যগ্রন্থের 'পরশপাথর' কবিতায় যে পাগলের সাথে আমার পরিচয় হয়েছিল সেটাই এই গোটা পরিসরের সারসংক্ষেপ করে দেয়:

'কিছুতে ভ্রূক্ষেপ নাহি 
মহাগাথা গান গাহি
সমুদ্র আপনি শুনে আপনার স্বর
কেহ যায়,কেহ আসে কেহ কাঁদে কেহ হাসে 
খ্যাপা তীরে খুঁজে ফিরে পরশপাথর'

কৌস্তভ

#KaustavJoyGoswami 
#EklaPagol
#Kobipokhho

No comments:

Post a Comment

About Me

My photo
me?? well,to put it in a single sentence, 'Kaustav is a curious blend of Hamlet's procrastination,Lear's narcissism,Othello's fidelity,Macbeth's will power,tempered with a tinge of Antonio's vulnerability'